Sylhet Today 24 PRINT

লকডাউন অমান্য, জগন্নাথপুরে ৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২১

লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহামারি করোনাভাইসার সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত লকডাউন চলছে। কিন্তু অনেকেই মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার বিকেলে ইউএনও মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের পৌর পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট ও ইকড়ছই এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখা ছয় ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.