Sylhet Today 24 PRINT

ছাতকে লকডাউন অমান্য করায় ১২জনকে জরিমানা

ছাতক প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধিনিষেধ মেনে না চলায় ছাতকে ১২ জনকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিনব্যাপী ছাতকের বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

দিনব্যাপী এ অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক ব্যবহার না করা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জমায়েতসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ পালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বৈশ্বিক এ সংকট মোকাবেলায় সরকারের বিধিনিষেধ মেনে সকলকে এগিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.