Sylhet Today 24 PRINT

কুপ্রস্তাবে না, কমলগঞ্জে ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২১

কুপ্রস্তাবে আপত্তি জানানোয় মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃববধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর থানায় লিখি অভিযোগ দিয়েছেন।

গত ১৮ এপ্রিল বিকেল ৩ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার কেছুলুটি গ্রামে এই ঘটনা ঘটে।    

অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। তিনি স্বামীর বাড়িতে থাকেন। এই সুযোগে বিভিন্ন সময় গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভাসুর। এতে রাজি না হওয়ায় শারিরীক ও মানসিকভাবে নিযার্তন করতেন। এক পযার্য়ে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল ভাসুর মনু মিয়া ও নিজাম মিয়া গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী ঢাকায় থাকার সুবাদে আমার ভাসুর ও নিজাম কয়েক মাস ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। রাতের বেলাও তারা আমাকে উত্যক্ত করতো। তাদের কথায় রাজি না হওয়ায় তারা আমাকে শ্লীলতাহানি ঘটায়। হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগ বিষয়ে মনু মিয়া বলেন, ‘টিউবওয়েলের পানি পড়াকে কেন্দ্র করে আমার স্ত্রীর সাথে ভাইয়ের স্ত্রীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমি এবিষয়ে কিছুই জানি না। খারাপ লোকের সাথে চলাফেরা না করার জন্য ভাইয়ের স্ত্রীকে পরামর্শ দিলে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।’

নিজাম মিয়া বলেন, ‘তিনি এবিষয়ে আমি কিছুই জানি না।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘অভিযোগের কপি আমার কাছে এসেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.