Sylhet Today 24 PRINT

সিটি কাউন্সিলর লায়েকের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন দুর্বৃত্ত নগরীর মুন্সিপাড়ায় লায়েকের বাসায় হামলা করে। এসময় কাউন্সিলের বাসাসহ আশাপাশের আরও কয়েকটি বাসা ভাংচুর করে তারা।

লায়েকের অভিযোগ, বিএনপি-জামায়ত নেতারা এই হামলা চালিয়েছে।

কাউন্সিলর লায়েক বলেন, ‘যুবদল নেতা মোহাম্মদ লাহিন ও জামায়াতের কিছু নেতার নেতৃত্বে কয়েকজন আমার অফিস ও বাসায় হামলা করে। এসময় আরও কয়েকটি বাসায়ও হামলা চালানো হয়। কেটে দেয়া হয়েছে আমার বাসার বিদ্যুৎ লাইন। এছাড়া কেটে দেয়া হয়েছে সিসিটিভির লাইন।’

হামলার ব্যাপারে লায়েক জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন দৃর্বৃত্ত প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। আমার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আমাদের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।

স্থানীয় বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে জানান ওসি এস এম আবু ফরহাদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.