Sylhet Today 24 PRINT

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, মাধবপুরে পিআইও আটক

হামিদুর রহমান, মাধবপুর:  |  ০১ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) আটক করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ মাসুদুল ইসলাম।

তিনি ইউএনও’র স্বাক্ষর জাল করে ১৬ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন।

পুলিশ জানায়, উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনও’র স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি নজরে এলে ইউএনও ফাতেমা তুজ জোহরা থানায় অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ইউএনও’র অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.