Sylhet Today 24 PRINT

ছাতকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০২ মে, ২০২১

সুনামগঞ্জের ছাতকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তসহ ২৬ পরিবারের মাঝে ৫৫ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব টিন ও নগদ অর্থের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন এমপি মুহিবুর রহমান মানিক।

উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান-বাউর গ্রামে গত বছরের ১০ ডিসেম্বর এক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের প্রতি পবিরারকে ৩ বান্ডিল করে ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং অসহায় আরও ২৩ পরিবারের মাঝে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার টাকার চেক উপকারভোগিদের হাতে তুলে দেন এমপি।

টিন বিতরণ শেষে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করেন মুহিবুর রহমান মানিক এমপি। উপহারসামগ্রীর প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, আলু ২ কেজি, আটা ১ কেজি এবং চিড়া-মুড়ি ও সাবান রয়েছে।

ঢেউটিন ও উপহারসামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য, এড. রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ইসতিয়াক তানভীর, ইউপি সদস্য মখসুসুল হাসান আতন, আব্দুস সালাম, ফজলু মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.