Sylhet Today 24 PRINT

মালনীছড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও হিরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২১

সিলেটের মালনীছড়া চা-বাগানস্থ মালনীছড়া জামে মসজিদের সামন থেকে অগ্নেয়াস্ত্র ও হিরোইন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯, সিলেট সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন চৌকিদেখি অবস্থানকালে তাকে গেপ্তার করে।

পুলিশ জানায়, মালনীছড়া চা-বাগানস্থ মালনীছড়া জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামিতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ও কাঠের হাতল যুক্ত ফায়ারিং পিন ও গুলির সিলিন্ডার সংযুক্ত রিভলভার। আসামির পরনে জিন্সের ফুল প্যান্টের ডান পকেট হতে দুই রাউন্ড তাজা গুলি। তার পরনে জিন্সের প্যান্টের বাম পকেট হতে দশটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ১০ পুড়িয়া হেরোইন, মোট ওজন ১০ গ্রাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম ও ঠিকানা, জাকিরুল আলম জাকির (৪১), পিতা-সাজ্জাদ আলী, সাং-কুচাই, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট

উক্ত ঘটনায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করলে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। বিধি মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.