Sylhet Today 24 PRINT

ছাতকে সানি সরকারের শেষকৃত্য সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ০৩ মে, ২০২১

ছাতকে সন্ত্রাসী হামলায় নিহত সানি সরকারের আন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে ছাতক কেন্দ্রীয় শশ্মান ঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিকালে মৌন মিছিল সহকারে লাশ নিয়ে শশ্মান ঘাটে পৌছেন সানি সরকারের স্বজন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।

এসময় হামলাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্নধরনের প্লে-কার্ড প্রদর্শন করে তারা।

গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় সানির উপর হামলা চালায় সুয়েব আহমদ ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত হয় সানি সরকার। আহত সানি সরকারকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সানি সরকার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ঘোষবাড়ী এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। তাদের মূল বাড়ী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামে। হামলার ঘটনার পর ছাতক থানায় কাজল সরকার বাদী হয়ে একটি মামলা (নং-০১) দায়ের করেছেন।

এ মামলায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করা হয়েছে।

হামলার ঘটনায় ইতিমধ্যে নাইম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে সানি হত্যাকাণ্ডের ঘটনায় ছাতকে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.