Sylhet Today 24 PRINT

দুঃসময়ে বিশ্বনাথের ২০ গ্রামে খাদ্য সহায়তা পৌঁছে দিলো ৯৪ব্যাচ’র শিক্ষার্থীরা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ মে, ২০২১

ঈদকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রবাসী ও দেশে অবস্থানরত প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাদ্য-সহায়তা দেওয়া হয়েছে।
 
পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার ২০টি গ্রামের অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে তারা এ খাদ্য সহায়তা প্রদান করেন।
 
খাদ্য সায়তার মধ্যে রয়েছে ৫কেজি চাল, ২ কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি লবন ও ২ পেকেট লাচ্চা সেমাই।
 
উপজেলার ছায়াতরু আবাসিক এলাকার ১২নম্বর বাসার বাসিন্দা এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী কবি জীবন ফয়জুল ইসলামের ব্যবস্থাপনায় তার বাসা থেকে গত শনিবার (১ মে) থেকে সোমবার (৩ মে) পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি এ খাদ্য সহায়তা পৌঁছে দেন ‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’র শিক্ষার্থীরা।
 
খাদ্য-সহায়তা পৌঁেছ দেন রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ৯৪ ব্যাচ’র শিক্ষার্থী কবি জীবন ফয়জুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সায়েস্তা মিয়া, মোহাম্মদ ছাদেক আলী, বশর মিয়া, মুক্তার আলী, হাজী সাহেদ, হানিফ আলী, শামসুল ইসলাম, কামরুল ইসলাম, মছব্বির আলী প্রমুখ।
 
 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.