Sylhet Today 24 PRINT

নির্দেশনা অমান্য, শুকরিয়া মার্কেটে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২১

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরে মার্কেট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার শুকরিয়া মার্কেটের ৩ টি দোকানে জরিমানা করেছে প্রশাসন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটি অভিযান চালিয়ে এ জরিমানা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পরে মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 
জানা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে জরিমানার প্রতিবাদে প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা।
 
অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান,  করোনা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সন্ধ্যার পর নগরীতে অভিযানে নামে জেলা প্রশাসনের টিম। এসময় শুকরিয়া মার্কেটের ৩টি দোকানকে ১১ হাজারা টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদেরকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেয়া হয়। তবে মার্কেট বন্ধ করা হয়নি। অভিযানে সিলেট নগরীর চারটি প্রতিষ্ঠানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.