Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৬ মে, ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করায় সময় ৪৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বদলপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান খান।

তিনি বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করার সময় অভিযান চালানো হয়। এসময় অভিযানের টেরপেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ারকে নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে স্থানীয়ভাবে তদন্ত করার জন্য চেয়ারম্যান বদলপুর কে নির্দেশ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.