Sylhet Today 24 PRINT

ঈদ সামগ্রী নিয়ে বাড়িতে বাড়িতে জাগরণের সদস্যরা

জুড়ী প্রতিনিধি |  ০৭ মে, ২০২১

রমযান শুরুর পর থেকে প্রতিদিন দিনমজুর,ভ্যানগাড়ীচালক, প্রতিবন্ধী সহ গরীবদের মধ্যে দেওয়া হচ্ছে ইফতারীর প্যাকেট।গভীর রাতে ও বিতরণ করা হয় খাদ্য ভর্তি সাহরীর প্যাকেট। এবার পবিত্র ঈদ উপলক্ষে এলাকার এসব মানুষের ঘরে পৌছে যাচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেট।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী এই ইউনিয়নের কয়েকজন যুবক ২০১২সালে জাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন করেন। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার যুবকরা ব্যতিক্রমী সব আয়োজন করে যাচ্ছেন তাদের এই ক্লাবকে নিয়ে।তাদের দাবি, আমরা বৃহৎ পরিসরে খেলাধুলার আয়োজন করে এলাকার মানুষকে যেমন আনন্দ দেই তেমনি বিপদে তাদের পাশে দাড়ানোর দায়িত্বটা ও আমাদের। এলাকার কৃতিসন্তানদের সংবর্ধনার পাশাপাশি যে কারও রক্ত লাগলে এগিয়ে থাকে ক্লাবের সদস্যরা।

১০ রমযান থেকে প্রতিদিন তারা ইফতার এবং সাহরী দিয়ে আসছিলেন।ঈদের পূর্ব পর্যন্ত তাদের এ কাজ অব্যাহত থাকবে বলে ও জানান ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

ক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ রাজি বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে  এলাকার অসহায় মানুষের ঘরে। আমরা প্রায় ৬০ থেকে ৬৫টি পরিবারের  মাঝে রমজান উপলক্ষে  ইফতার সামগ্রী  প্রায় ১১ দিন রাতে ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। এখন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া শুরু করেছি।  এই ধারা অব্যাহত থাকবে। এলাকার প্রবাসী  এবং দেশের অনেক অর্থবান মানুষ আমাদের সহযোগিতা করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.