Sylhet Today 24 PRINT

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান অভিযোগকারী নারী।

অভিযোগ ওঠা ছাইম উদ্দিন উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাইমের দাবি মাধবপুর গ্রামের দোলনা বেগম তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

গত ৬ এপ্রিল নবীগঞ্জের ইউএনও শেখ মহি উদ্দিনের কাছে দোলনা লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জুলাই মাসে তার নামে প্রতিবন্ধী কার্ড ইস্যু হয়। কিন্তু এক বছর আগে ছাইম উদ্দিন কার্ডে সমস্যা আছে বলে কার্ডটি নিয়ে নেন। এরপর থেকে খুঁজে পাচ্ছেন না বলে বারবার তাকে ফিরিয়ে দিয়েছেন। পরে একসময় দোলনা বেগম কার্ড ফেরত দিলে চেয়ারম্যানকে পাঁচ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেন। এরপর তিনি কার্ড ফেরত দিয়ে দেন।

কার্ড পেয়ে দোলনা বেগম ২ হাজার ২৫০ টাকাও তোলেন। কিন্তু প্রতিবেশীরা কার্ড দেখে জানান, এটি দিয়ে ১৭ হাজার ৪ শ টাকা আগেই তোলা হয়েছে। এরপর দোলনা বেগম ইউএনওর কাছে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার স্বামী-সন্তান নাই। ভাইও আমাকে খাবার দেয় না। চেয়ারম্যান সাহেব আমার প্রতিবন্ধী কার্ড নিজের কাছে রেখে টাকা তুলেছেন। এখন আমি লিখিত অভিযোগ দেয়ার এক মাসেও এর কোনো সমাধান হচ্ছে না।’

ইউএনও শেখ মহি উদ্দিন বলেন, ‘ওই নারী লিখিত অভিযোগ দেয়ার পর আমি বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা অফিসারকে দায়িত্ব দিয়েছি। এখনও সেটি তদন্তাধীন রয়েছে।’

তবে উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সুয়েব আহমেদ চৌধুরী বলেন, ‘আমি কয়েকদিন হলো নবীগঞ্জে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমার পূর্বের অফিসার বারিন্দ চন্দ্র রায় বিষয়টি নিয়ে তদন্ত করেছেন। শুনেছি ইউপি চেয়ারম্যান ওই নারীর সঙ্গে আপস করেছেন।’

ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের দাবি করেন, ‘এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ভাতার কার্ড বিতরণের দায়িত্ব সমাজসেবা অফিসের। এখানে আমি কীভাবে কার্ড নিজের কাছে রাখব? ইউনিয়ন পরিষদে আমি দোলনা বেগমের কার্ডটি পাই। পরে তাকে সেটি বুঝিয়ে দেই।’

তিনি আরও বলেন, ‘এখানে ১০ লাখ বা ১৫ লাখ টাকা নয় যে আমি আত্মসাৎ করব। প্রতিবন্ধীর কয়েকটা টাকা আত্মসাৎ করব এটা কেউ বিশ্বাস করবে? আমার প্রতিপক্ষরা মূলত ওই মহিলাকে দিয়ে নাটক সাজিয়েছে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.