Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়ায় যুবককে নির্মমভাবে আঘাত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদী গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই যুবকের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার বিবরণ সূত্র জানায়, আলাগদী গ্রামের হারুন মিয়ার ছেলে সেলিম মিয়ার সঙ্গে একই গ্রামের মাহমদ আলীর ছেলে চেরাগ আলীর সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। যার জের ধরে সম্প্রতি মাখন মিয়ার লোকজন সেলিম মিয়া কে একা পেয়ে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে বেধড় মারপিট করে নির্মমভাবে রক্ষাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথম জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় সেলিম মিয়ার ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী জাহাঙ্গীর মিয়া বলেন, আমার ভাইকে একা পেয়ে নির্মমভাবে রক্ষাক্ত করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পাওনা টাকা চাওয়ায় তাকে নির্মমভাবে রক্ষাক্ত করা হয়।

এঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আল মামুন বলেন, পুলিশ নির্মম এ হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.