Sylhet Today 24 PRINT

সিলেটে ঈদ উদযাপনে বৃষ্টির বাধা

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ মে, ২০২১

একে তো করোনাকালে নানা বিধি নিষেধের মধ্যে পালন করতে হচ্ছে ঈদ। আগের মতো উদযাপনের সুযোগ নেই। তারউপর বৃষ্টির বাধায় সিলেটে আরও সীমিত হয়ে এসেছে ঈদ উদযাপন।

ঈদের দিন (শুক্রবার) সকাল থেকে সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বিকেলেও নগরের অনেক এলাকায় বৃষ্টি হয়। বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে 'ঘরবন্দি' ঈদে আরও ঘরবন্দি হয়ে পড়েছেন নগরবাসী।

ফলে দিনভরই সিলেট নগরের রাস্তািঘাট ছিলো একেবারে ফাঁকা। ছিলো না নগরের চেনা কোলাহল। অন্যান্য বছর ঈদের দিন বিকেল থেকে নগরে মানুষের চলাচল বাড়লেও এবার তা দেখা যায়নি।

তবে বৃষ্টির কারণে কমেছে গরমের দাপট। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝড় হওয়ারও শঙ্কা রয়েছে।

করোনা সংক্রমণের কারণে এবার বন্ধ রয়েছে সিলেটের বিনোদন কেন্দ্রগুলোও। ফলে অন্যান্যবছর ঈদের বিকেলে পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোরসহ তরুণ-তরুণীদের ভিড় দেখা গেলেও এবার ছিলো ব্যতিক্রম। এবার পার্কসহ বিনোদনকেন্দ্রগুলো পুরো ফাঁকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.