Sylhet Today 24 PRINT

সিলেটে ব্যতিক্রমী ঈদ আয়োজন ‘এক বেলার হাসি’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২১

ঈদের দিনে মানুষ যখন এদিক সেদিক ঘুরাফেরা করছে অথবা আড্ডা অবলোয় দিন অতিবাহিত করছে। সিলেটে একদল তরুণ-তরুণী তখন সব আনন্দ সব আল্লাদকে তুচ্ছ করে নিজের সব সুখটুকুকে ভাগ করছে রাস্তার অসহায়, দুস্থ মানুষের সাথে।

শুক্রবার (১৪ মে) ঈদের দিনে মুক্ত হাসি সংগঠনের এক বেলার হাসি ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে। সিলেট মহানগরীর ৪১ জন উদ্যোমী তরুণ-তরুণীর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ। সেই ব্রত থেকে অসহায়, দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তারা।

তারা সকাল থেকে নিজেরাই খাবার তৈরী করেছে এরপর প্যাকেট করে খাবার পৌঁছে দেয় অসহায় মানুষের মাঝে।

তারা খাবারগুলো প্যাকেট করে আম্বরখানা থেকে শুরু করে, চৌহাট্টা, বন্দরবাজার সহ বিভিন্ন জায়গায় পথশিশু ও ক্ষুধার্ত মানুষ দেখে দেখে ২০০ জনকে খাদ্য বিতরণ করে।

তবে খাবারের প্যাকেট কেনা, যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ মেটাতে তারা নিজেরা নিজেরা চাঁদা তুলে এ মহতি সেবার আয়োজন করে।

মুক্ত হাসি সংগঠনের সদস্য যারা খাদ্য বিতরণ করেছেন তারা হলেন- শ্রাবণী গোস্বামী শুচি, দেবামীষ দেবু, অজয় চক্রবর্তী, সুমন আহমেদ, সুজিত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, সুব্রত দাস শুভ, মঞ্জুরী গোস্বামী ত্রয়ী, অনিক সরকার, সুজিত চক্রবর্তী, রতন চক্রবর্তী, বিনায়েক রয়, অর্পিতা ঊর্মি, মার্চেন্ট পল্লব, অনিন্দ্য, রোদ্র প্রতাপ, আরিফ খান, শান্তা, দেবাশীস দে, কল্লোল চৌধুরী, অভিজিৎ ঘোষ, পুষ্পা চক্রবর্তী, শ্রাবণী ভট্টাচার্য্য তিথি, শাহরিয়ার নাজিম, শ্রেয়া ভট্টাচার্য্য, অসীম দাস দীপ্ত, ইমন আহমেদ বাপ্পী, রূপম চক্রবর্তী, অমিও দেব প্রমুখ।

দুস্থদের মুখে হাসি ফোটাতে সব শ্রেণিপেশার মানুষ এগিয়ে আসবে- এমন প্রত্যাশা মুক্ত হাসি সংগঠনের সদস্যদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.