Sylhet Today 24 PRINT

নগরীতে ১০টি ভারতীয় গরুসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২১

সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে ১০টি ভারতীয় গরুসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (১৫ মে) গভীররাতে গরু বহনকারী ২টি পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃরা গরুর ক্রয়ের কোনো বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাটের তুরুকবাগ গ্রামের নাসির উদ্দিনের ছেলে কয়েজ আহমেদ (২৬), একই থানাধীন জাঙ্গাইল (তোয়াকুল) মনু মিয়ার ছেলে রুহুল আমিন (১৮), একই গ্রামের শফিকুর রহমানের ছেলে এনামুল হক (১৮) ও আহম্মদ আলীর ছেলে রাজু মিয়া (১৮)।

রোববার (১৫ মে) সকালে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জাকির এর সত্যতা নিশ্চিত করেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ১০ গরুসহ ৪জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা পলাতক আসামী আব্দুল হান্নান (৪৫) এবং হাজী বাবুল (৫০) সহায়তায় তারা দীর্ঘদিন শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে অবৈধভাবে ভারত থেকে গরু এনে সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.