Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ১৭ মে, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বড় এ বাঘাইড় মাছটি দেখতে কৌতুহলী লোকজন ভীড় জমান। পরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ক্রেতা-বিক্রেতা সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের জেলে জীবন বিশ্বাস প্রতিদিনের মত শনিবার কুশিয়ারা নদীতে মাছ শিকারের জন্য যান। রাতে তার জালে ধরা পড়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। আজ রোববার তিনি স্হানীয় পাইলগাঁও বাজারে বাঘাইড় মাছটি নিয়ে গেলে মাছ কিনতে মানুষের ভীড় জমে উঠে। পরে পাইলগাঁও গ্রামের শেনুর আলী ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জীবন দাশ বলেন, বাপ দাদাদের মুখে কুশিয়ারা নদীতে বড় বড় বাঘাইড় মাছ ধরার গল্প শুনতাম। আজ জীবনের প্রথম এত বড় মাছ ধরতে পেরে খুব খুশি।

তিনি বলেন, শহরে হলে আরও বেশি দামে বিক্রি করতে পারতাম।গ্রামের বাজারে এত বড় মাছ কেনার ক্রেতা কম থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে। মাছের ক্রেতা শেনুর মিয়া জানান, ৩৫ হাজার টাকা দিয়ে আমি মাছটি কিনেছি। পরে আমরা ১৫ জন বন্ধু ভাগ করে নিয়েছি।

মাছটি কিনতে আসা পাইলগাঁও গ্রামের কয়ছর আলম জানান, খবর পেয়ে আমরা অনেকেই মাছটি কিনতে গিয়েছিলাম। পরে দর-দামের মাধ্যমে শেনুর মিয়া মাছটি কিনে নেন। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর বলেন, কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে বিশাল বাঘমাছটি এক জেলের জালে ধরা পড়ে। মাছটি দেখতে লোকজন ভীড় করেন।পরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক ব্যক্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.