Sylhet Today 24 PRINT

মজুদ শেষ, সিলেটে টিকা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০২১

সিলেটে ফুরিয়ে গেছে করোনাভাইরাসের ভ্যাকসিন-কোভিশিল্ডের মজুদ। ফলে ঈদের দুদিন আগ থেকেই সিলেট জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকাদান বন্ধ রয়েছে সুনামগঞ্জেও। তবে বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে সামান্য পরিমান মজুদ রয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মজয় দত্ত বলেন, সিলেটে টিকার মজুদ ফুরিয়ে গেছে। গত বুধবার থেকে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে টিকা এলে আবার টিকা কার্যক্রম শুরু হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামও বলেছেন, টিকার মজুদ শেষ হয়ে আসায় ঈদের দুদিন আগে আমাদের টিকা দান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সঙ্কটের কারণে প্রথম ডোজ পাওয়ার পর ২য় ডোজের টিকা নিতে পারেননি অনেক গ্রহিতা।

প্রসঙ্গত, করোনা প্রতিরোধি টিকার সংকটের কারণে গত ২৬ এপ্রিল ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে কোভিশিল্ড ভ্যাকসিনের সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইন্সটিটিউট গত মার্চে বাংলাদেশে ভ্যাকসিনটির চালান বন্ধ করে দেয়। এর আগে প্রতিষ্ঠানটি থেকে মাত্র দুই চালান ভ্যাকসিন দেশে এসেছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.