Sylhet Today 24 PRINT

টাংগুয়ার হাওরে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে কুচ দিয়ে ঘা মেরে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীরা। মেছোবাঘটি দৈর্ঘ্য তিনফুট ও উচ্চতায় দুই হাত।

মঙ্গলবার (৮ জুন) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেছোবাঘের আক্রমণের ভয়ে টাঙ্গুয়ার হাওরে যেতে ভয় পায় হাওর পাড়ের শিশুরা। এই কারণে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বিকেলে প্রথমে মাছ মারার কুচ দিয়ে ঘা মেরে আহত করে। পরে পিটিয়ে মেছোবাঘটিকে হত্যা করে এলাকাবাসী। পরে নিহত মেছো বাঘকে হাওরে ফেলে দিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। এ মেছোবাঘ হত্যার পর উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লেও এ পর্যন্ত কিছু জানতে পারেনি বনবিভাগ।

স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, এ ধরনের মেছোবাঘ একসময় প্রচুর দেখা গেলেও এখন বন-জঙ্গলের পরিধি কমার সঙ্গে সঙ্গে এ প্রজাতিও বিলুপ্তির পথে।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরকে অবগত করলে উনি বলেন বিষটি অত্যন্ত দুঃখজনক, এ ব্যাপারে বনবিভাগকে অবগত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.