Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রী হত্যা, চাচা গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ জুন, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রীকে হত্যার অভিযোগে ঘাতক চাচা রবিউল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে।

রবিউল উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মক্কর আলী হাজী সাবের বাড়ি গোলায়গাঁও গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের শয়ফুল ইসলামের মেয়ে সানজিদা বেগম (১৬) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। রাতের কোনো এক সময় মেয়েটির আপন চাচা রবিউল ইসলাম সানজিদার ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বুধবার ভোরে মেয়েটির নিথর দেহ নিজ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন।

পরিবারের লোকজন জানান, শয়ফুল ইসলামের চার ভাইয়ের মধ্যে এক ভাই যুক্তরাজ্যে বসবাস করেন। ওই প্রবাসী নিঃসন্তান হওয়ায় তিনি নিজের মেয়ের মতো ভরণ পোষণের টাকা মেয়েটির কাছে পাঠাতেন। এনিয়ে ঘাতক ভাইয়ের সাথে কিছু বিরোধ চলছিল।

কিছু দিন আগে এসব নিয়ে বিরোধের জের ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি শ্বশুর বাড়ি চলে যান। মঙ্গলবার বাড়ি ফিরে এ ঘটনা ঘটান মেয়েটির চাচা রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) রাজিব আহমদ জানান, হত্যাকান্ডের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলার প্রস্তুুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.