Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন আটক

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আটজনকে একমাসের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বরগাঁও থেকে ৪ জন এবং বাউসা ইউনিয়নের বাউসা বাজার থেকে ৪ জনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাতেনাতে জুয়া খেলার সামগ্রীসহ আটক করেন। এ সময় দোকানে জুয়া খেলার জায়গা করে দেওয়ার অপরাধে পানিউমদা ইউনিয়নের বরগাঁও গ্রামের আজগর আলীর পুত্র রুস্তুম আলীকে (৪০) ২ মাসের জেল প্রদান করেন।

এছাড়া একই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র মহিউদ্দিন আহমদ(৪২), মৃত আছকির মিয়ার পুত্র মোছাব্বির হোসেন, মৃত আব্দুস সত্তারের পুত্র শফিকুল ইসলাম (৪৫), বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুর রব মিয়া (৩৫), একই গ্রামের সফিক মিয়ার পুত্র শওকত আলী (২৮), সিদ্দিকুর রহমানের পুত্র শাফিজুল ইসলাম (২৮), মৃত রঙ্গিলা মিয়ার পুত্র শামীম মিয়াকে (২৬) বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.