Sylhet Today 24 PRINT

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিয়ানীবাজারে

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২১

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শনিবার (১২ জুন) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনে জরুরি মেরামত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি ম্যানেজার ভজন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩ কেভি সঞ্চালন লাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সঞ্চালন লাইনের পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপরে থাকা গাছের ডালাপাল ছাঁটাই করা হবে। তবে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মেরামত ও উন্নয়নকাজ স্থগিত করা হবে।

ভজন কুমার বর্মণ বলেন, ‘সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় গ্রাহকের অসুবিধা হবে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.