Sylhet Today 24 PRINT

সিলেটে ‘ভূমিকম্প এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২১

সিলেটে ঘন ঘন ভূমিকম্প এবং আমাদের করণীয় - শীর্ষক বিশেষ অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ‍্যা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের উদ‍্যোগে শনিবার  (১২ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুর হক চৌধুরী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য স্থপতি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।  এতে সভাপতিত্ব করেন আইইবি, সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ‍্যাপক প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ‍্যাপক ড. মো. জহির বিন আলম, আইইবি, সিলেট কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির এবং আইইবি, সিলেট কেন্দ্রের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.