Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ফ্যানে মাথা লেগে চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৬ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের চা কারখানায় কাজের সময় অসাবধনতাবশত সিলিং ফ্যানে মাথা লেগে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

কুরমা চা বাগানের ফাঁড়ি বাঘাছড়া চা-বাগানের সহকারি ম্যানেজার ইউসুফ খান জানান, গত মঙ্গলবার (১৫ জুন) বিকালে চা-বাগান কারখানায় চা তৈরির কাজ করছিল চা বাগানের মৃত সুদাম প্রসাদ গৌড়ীর ছেলে সনজিব গৌড় (৩৫)। কাজের ফাঁকে ধূমপান করতে গিয়ে অসাবধনতাবশত ফ্যানের সাথে মাথা লাগলে মারাত্মকভাবে আঘাত পায়।
 
তার পাশে কাজ করা অন্য শ্রমিকরা চিৎকার করলে ফ্যাক্টরিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জয়দীপ পাল বলেন, সনজিব গৌড়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসাইন বলেন, হাসপাতাল থেকে তার মরদেহের সুরতহাল তৈরি করে মৃতের কারণ নির্ণয়ের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.