Sylhet Today 24 PRINT

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে ইসকন সিলেটের রথযাত্রা মহোৎসব

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০২১

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২১ইং উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে ১১ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে ১১ দিনব্যাপী এই কর্মসূচি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা মন্দির, সিলেটে সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে- ২৪ জুন বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব। ১১ জুলাই রোববার গুন্ডিচামন্দির মার্জন,

১২ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টায় মহাভোগরাগ, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন; পরিবেশনায় শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, দুপুর ২টায মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সঙ্গীতানুষ্ঠান।

১৩ জুলাই দুপুর ১টায় মঙ্গলবার শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন; পরিবেশনায় শ্রী দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ জুলাই শুক্রবার (হেরা পঞ্চমী) দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন; পরিবেশনায় শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৭ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৮ জুলাই রবিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০ জুলাই মঙ্গলবার (শায়ন একাদশী) দুপুর ১২টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা, সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভজন সঙ্গীতানুষ্ঠান।

১১ দিনব্যাপী মহোৎসবে ভার্চুয়াল মাধ্যমে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে অংশ নেওয়ার জন্য ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.