Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি না মেনে বিয়ে: হিলটাউন ও রেইনবােকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২১

করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় নগরের দুটি হোটেলকে জরিামানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে নগরের তালতলা এলাকার হোটেল হিলটাউনকে একলাখ টাকা ও মিরবক্সটুলা এলাকার রেইনবো গেস্ট হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিয়ের আয়োজনের সাথে জড়িত আরেক ব্যক্তিক্র ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

মো. মেজবাহ বলেন, সারাদেশেই এখন করোনা্র সংক্রমণ বাড়ছে। করোনা ঠেকাতে দেশে বিধিনিষেধ জারি রয়েছে। এই সময়ে কোনো ধরণের জনসমাগম না করার নির্দেশনা রয়েছে। অথচ হোটেল হিলটাউন ও রেইনবোতে বহু লো্ক জমায়েত করে বিয়ের আয়োজন করা হয়েছিলো। যেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিলো না।

তিনি বলেন, জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয় ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক লোকসমাগম করায় দুটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.