Sylhet Today 24 PRINT

উল্টোরথে সকলের করোনামুক্তির প্রার্থনা

সিলেটে শেষ হলো শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২১

উল্টো রথের মাধ্যমে শেষ হলো সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। উল্টোরথে সকলের করোনামুক্তির প্রার্থনা করেন জগন্নাথদেবের ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীরা জানেন, ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ। তার অনুগ্রহ পেলে জীবন হয় সার্থক। সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার (২০ জুলাই) সিলেট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে জনসমাগম না করে মন্দিরের অভ্যন্তরেই অংশ নেওয়া ভক্তরা নেচে-গেয়ে দিনটি উদযাপন করেন। এর মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রা উৎসব।

সিলেট ইসকন মন্দিরের ভিতরেই একটি রথে করে ভক্তরা সংকীর্তনসহ বর্ণিল পোশাকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীকে উঠিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক এক করে রথের দড়ি টানা হয়।

করোনাকালে ইসকন সিলেটের ভক্তরাও নিজের চোখের সামনে রথে জগন্নাথদেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্য লাভের আশায় তারাও মন্দিরের ভিতরেই সামাজিক দূরত্ব বজায় রেখে এসেছেন রথের দড়ি টানতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.