Sylhet Today 24 PRINT

৬০টি গরু জবাই করে ২১শ\' কর্মহীন পরিবারে মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২১

সিলেটের কোম্পনাগঞ্জের ২১ শতাধিক কর্মহীন ও দরিদ্র পরিবারের ঈদ আনন্দকে আরও রাঙিয়ে তুলেছে ইসলামিক রিলিফ নামের একটি উন্নয়ন সহযোগি সংস্থা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে  ইসলামিক রিলিফ বাংলাদেশের মাল্টি সেক্টরাল ডেভলপমেন্ট' প্রকল্প জেসিসের আওতায় ৬০টি গরু কোরবানি করে ওই কর্মহীন পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করেছে।  উপজেলার উত্তর রণীখাই, দক্ষিণ রণীখাই ও ইসলামপুর পশ্চিম এই তিনটি ইউনিয়নের ২১শ অতিদরিদ্র পরিবারের মাঝে গত বুধববার ও আজ বৃহস্পতুবার ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

করোনা মহামারির কারণে ওই তিনটি ইউনিয়নে এবার ঈদুল আজহায় খুব বেশি গরু কোরবানি হয়নি  বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চেয়ারম্যানরা। তারা জানান, ঈদে ইসলামিক রিলিফ বাংলাদেশের মাংস পেয়ে খুশি কর্মহীন লোকজন। এজন্য তারা ইসলামিক রিলিফকে ধন্যবাদ জানান।
 
ঈদের দিন বাদ জোহর তিনটি স্থানে স্বাস্থ্যবিধি মেনে ইসলামপুর পশ্চিম ইউনিয়নে মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ইউনিয়নে ২০টি গরু জবাই করে ৭০০ অতি দরিদ্র, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারে এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ  জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তপুর ছিন্নমূল সংস্থা (জেসিস) এর এফএম শাহমুদ জাহান, প্রকল্প কর্মকর্তা তাহমিন আজিজ। ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মুসা মিয়া, সুন্দর আলী, বিল্লাল মিয়া, শেখ ফরিদ উদ্দিন, কামরুল ইসলাম ও নারী ইউপি সদস্য রহিমা বেগম এবং নুরুন্নাহার প্রমুখ।

মাংস বিতরণ অনুষ্ঠানে শাহ মোহাম্মদ  জামাল উদ্দিন বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রচেষ্টায় উক্ত প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে। আমাদের ইউনিয়নে মাংস বিতরণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে তার ইউনিয়নে কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতি অনুরোধ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.