Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.