Sylhet Today 24 PRINT

মাধবপুরে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ জন অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পূবালী ব্যাংকের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র সার্বিক ব্যবস্থাপনায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও পৌর মেয়র হাবিবুর রহমান মানিক অসহায় কর্মহীনদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মুড়ি, ৪ টি সাবান, ২ কেজি তেল, ১ কেজি মুসুরি ডাল ও ১ কেজি লবণ।

টিএমএসএস মাধবপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে সিলেট ডোমিন প্রধান এস এম বাবুল আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল টিএমএসএস এর সিলেট বিভাগের পরিচালক বজলুর রহমান, সহকারী ডোমেন প্রধান সিলেট বিভাগ শাহিন মিয়া, জোন প্রধান কাশেদুল জান্নাত, আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবু সাঈদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.