Sylhet Today 24 PRINT

সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২১

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি সিলেটটুডে২৪কে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩-৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ রিপোর্ট আসে। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বর্তমানে বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন জানান, গত কয়েকদিন যাবৎ সাবেক এ অর্থমন্ত্রী শারীরিক ভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রোববার তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.