Sylhet Today 24 PRINT

ছাতকে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছাতক উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। ছাতক শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ছাতক ও গোবিন্দগঞ্জ বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.