Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২১

কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি মামলায় ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই আদালত পরিচালনা করেন।

জানা যায়, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও সেনা সদস্যের সহযোগিতায় পৌর শহর ও উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও অকারণে বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইনে ২৬জনকে মামলায় ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধিনিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.