Sylhet Today 24 PRINT

নগরীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০২১

সিলেট নগরের তিন থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার র‌্যাব পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মদ উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করেছে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল জালালাবাদ থানার তারাপুর চা বাগানস্থ মনতই মুদির বসত ঘরের অভিযান চালিয়ে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। অপরদিকে এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার গোপাল সরকারের বসত ঘরের অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী সুজিৎ ঘোষ (৩৮), মো. দ্বীপ চৌধুরী (১৯), রাজিম আহমেদ (১৮), সজিত কুর্মী (২৮), রিপন কুর্মী (২৪), পলাশ দেব (৪০), বিশ্বজিদ দাস (৪০), আব্দুর রাজ্জাককে (১৮) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পৃথক অভিযানে কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকা থেকে ৬৮ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী কামাল আহমেদকে (৪২) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.