Sylhet Today 24 PRINT

করোনা মুক্তির জন্য শাহজালাল মাজারে দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশ্বের সকলের করোনা মুক্তি চেয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মাজারের মোতোয়ালি সরেকওম ফতেহউল্লাহ আল আমান, সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, শিল্পপতি চুনু মিয়া, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ, উপদেষ্টা জমিরুল ইসলাম বাবলু, আলমগীর কবির, কাজী আরিফ, দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, রাধে মলি­ক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কবির মিয়া, মো. জয়নাল, রিমন আহমদ প্রমুখ।

মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো.নিজাম উদ্দিন চৌধুরী। দোয়া পরিচালনা করেন হাফিজ মো. আব্দুল মালিক মঞ্জল আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.