Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট থেকে দেশীয় পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে পাইপগান ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার আমতলা এলাকার আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (২৪) ও একই উপজেলার লাতুরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন (১৯)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।

তিনি জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ভুলারজং এলাকা থেকে মুসন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে একই এলাকায় অভিযান চালিয়ে সজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ এবং তৈরী করে বিক্রি করে আসছিল। এছাড়াও তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.