Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ‘লন্ডনি’ কিশোরী

দিরাই প্রতিনিধি: |  ৩০ জুলাই, ২০২১

দিরাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ‘লন্ডন’ প্রবাসী এক কিশোরী।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া-রাজনগর গ্রামের সুরত মিয়ার লন্ডন প্রবাসী কন্যার (১৬) সাথে একই গ্রামের ছালিক মিয়ার কলেজ পড়ুয়া ছেলের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর ওই বাড়িতে অভিযান চালান। পরে সেখানে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে দুপক্ষের কাছ থেকে মুচলেকা নেন ম্যাজিস্ট্রেট। এসময় দিরাই থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সংবাদ পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে প্রেরণ করি। দেশের প্রচলিত আইন অনুযায়ী বয়স হওয়ার আগ পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না মর্মে উভয় পক্ষই মুচলেকা দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.