Sylhet Today 24 PRINT

লকডাউনে সঙ্কটে পড়া মধ্যবিত্ত পরিবারের পাশে কুলাউড়ার মেয়র

কুলাউড়া প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০২১

চলমান লকডাউনে বিপাকে পড়েছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন। অভাবের সংসারে খেয়ে না খেয়ে থাকলেও লজ্জা ও আত্মসম্মানের জন্য মুখ ফুটে কারো কাছে বলতে পারছেন না সাধারণ আয়ের অনেক মধ্যবিত্ত পরিবার। অনেকটা দুঃসহ জীবন যাপিত করছেন।

তাদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পরিচয় গোপন রেখে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।

সম্প্রতি পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ নিজের ফেসবুক আইডিতে লকডাউনে বিপাকে পড়া মধ্যবিত্তদের খাদ্য সহায়তার জন্য একটি পোস্ট শেয়ার করেন। এতে তিনি উল্লেখ করেন করোনা পরিস্থিতিতে দুর্ভোগে থাকা কুলাউড়া পৌরসভার মধ্যবিত্তদের খাদ্য সহায়তা করা হবে। সহযোগিতার জন্য অতিসত্বর মুঠোফোনে কল অথবা ক্ষুদে বার্তায় নাম ঠিকানা দিন। পরিচয় গোপন রাখা হবে।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, ‘করোনা মহামারীতে পৌরসভার কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ত্রাণ ও আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। কিন্তু মধ্যবিত্ত অনেক পরিবার আছেন লকডাউনের জন্য তাদের ব্যবসা ও কাজ বন্ধ রয়েছে। এসব মধ্যবিত্ত পরিবার কখনো কারো কাছে কোন সহযোগিতা চান না আত্মসম্মান ও লজ্জার কারণে। করোনা পরিস্থিতিতে দুর্ভোগে রয়েছেন এসব পরিবারের সদস্যরা। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাই এ উদ্যোগ নিয়েছি নাম পরিচয় প্রকাশ না করে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদানের জন্য।

মেয়র জানান, ‘ইতিমধ্যে অনেকে ফোনকলে ও ম্যাসেজের মাধ্যমে সহযোগিতা চেয়ে সাড়া দিয়েছেন। আমরা পৌরসভার পক্ষ থেকে তাঁদের কাছে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছি পর্যায়ক্রমে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.