Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ নিরসনে পরামর্শ সভা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও সাকোয়া গ্রামবাসীর মধ্যে ছোট বাচ্চাদের মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা নিরসনের জন্য পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকালে পাঞ্জারাই মাদ্রাসা মাঠে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাটি মীমাংসার জন্য সবাই একমত পোষন করেন। পরে করগাঁও ইউনিয়নের সাকোয়া বাজারে ইউনিয়ন অফিসে ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ঘটনাটি নিষ্পত্তির জন্য অপর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মো. রহমান মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাইদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, সার্কেল এ এসপি আবুল খয়ের, থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন নুনু মিয়া, লেবু আহমদ জেবু, মেম্বার সাইদুর রহমান, সাবেক মেম্বার সজ্জাদ মিয়া, আব্দুর রকিব, কবির মিয়া, মো. রহমান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.