Sylhet Today 24 PRINT

বড়লেখায় খাসি যুব স্বেচ্ছাসেবী সংগঠনকে হ্যান্ড মাইক ও সুরক্ষাসমগ্রী প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০২১

করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে বড়লেখায় আদিবাসি খাসি যুবকদের নিয়ে গঠিত ‘খাসি যুব স্বেচ্ছাসেবী’ সংগঠনকে ৫টি হ্যান্ড মাইক এবং ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩ আগস্ট) সংগঠনটির নেতৃবৃন্দের হাতে এগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, জসিন্তা সুমের, সিতেশ খংলাঃ, ফেসতি লাপাসাম, সদস্য প্রবীণসন সুছিয়াং, ওয়ানলি আমসে, দোলন মানখিন, লিমা মানখিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার খাসি পুঞ্জিগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ আগস্ট রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুঞ্জির যুব সংগঠনের কর্মীদের নিয়ে এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। সেখানে খাসি পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নিবন্ধন ও গ্রহণের বিষয়ে বাসিন্দাদের মধ্যে প্রচারণা চালানোর বিষয়ে পরামর্শ দেন ইউএনও। পরে ১৮টি পুঞ্জির যুবকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মীরা পুঞ্জিগুলোতে করোনা সচেতনতায় কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.