Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে চাকরির জন্য এসে লাশ হলেন যুবক!

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজয় গোপ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কস্থ আক্রমপুর এলাকায় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ জায়েদ চৌধুরীর দোকান থেকে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে বিজয় গোপ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কস্থ আক্রমপুর এলাকায় প্যানেল মেয়র ১ জায়েদ চৌধুরীর দোকানে কাজের সন্ধানে আসে। দোকান কর্মচারীরা মালিকের অজান্তেই তার কাজ দেখানোর জন্য থাকতে বলেন এবং বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের মালিক জায়েদ চৌধুরীর সাথে আলোচনা করে তার বেতন নির্ধারণ করে রাখা হবে মর্মে জানান। এতে বিজয় সম্মতি দিয়ে থেকে যায়। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে অন্যান্য কর্মচারীরা দোকানে গিয়ে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। পরে তারা স্থানীয় লোকজনকে নিয়ে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পায়। তখন স্থানীয়ারা নবীগঞ্জ থানায় খবর দেয়।

দোকানের স্বত্বাধিকারী নবীগঞ্জ পৌর প্যানেল মেয়র ১ জায়েদ চৌধুরী সাথে কথা হলে তিনি জানান, আমার অজান্তে আমার দোকানের কর্মচারী চিত্তরঞ্জন গতকাল বুধবার দোকানে কাজের জন্য এবং দুই-তিনদিন দেখার পরে মালিকের সাথে কথা বলে বেতন নির্ধারণ করে দোকানের কর্মচারী হিসেবে রাখার জন্য আশ্বাস দেয়। আমি ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিকে খবর দেই।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.