Sylhet Today 24 PRINT

নবগঠিত সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি প্রত্যাখ্যান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৫

নবগঠিত সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে গতকাল জৈন্তাপুর উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা ছাত্র সমাজের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসফাকুজ্জামান’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম।  

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, ওলিউল্লাহ, আল আমিন, সায়েম, দেলওয়ার হোসেন, আল আমিন, সুহেল আহমদ, আলমাছ নোমান, তাজ রহমান, সুমন আহমদ, সালমান আহমদ জুবের, কামাল উদ্দিন, আলাউদ্দিন, জাবের আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যারা পল্লী বন্ধু এরশাদের নেতৃত্বে সিলেট জাতীয় ছাত্র সমাজের কমিটিকে সু-সংগঠিত করেছে তাদের বাধ দিয়ে দলে নব যোগ দান কারী কিছু নেতা কর্মীদের টাকার বিনিময়ে অযোগ্য কর্মীদের আহবায়ক কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যা জাতীয় ছাত্র সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র।

অবিলম্বে সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী পরিশ্রমী নেতা কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠনের জোর দাবী জানাচ্ছি অন্যথায় জকিগঞ্জ ছাত্র সমাজের সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ এই সকল দলীয় চাটুকাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। নেতৃবৃন্দ সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটির সকল নেতা কর্মীদের জকিগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.