Sylhet Today 24 PRINT

এক মাস ডেঙ্গুতে ভোগে মারা গেলেন আছপিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন প্রবীন রাজনীতিবিদ ফজলুল হক আছপিয়া (৮৫)।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় মারা গেছেন।

তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ।

সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শারিরিক অবস্থা অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে আছপিয়ার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.