নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৫

বাইশটিলা এলাকায় পাহাড় কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকায় পাহাড় কাটার অপরাধে দুই জনকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন।

পুলিশ জানায়, বুধবার সকালে এয়ারপোর্ট থানার পশ্চিম বাইশটিলা এলাকায় বুল ডোজার দিয়ে পাহাড় কাটার সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় কাটার অপরাধে দুই জনকে আটক করেন। ও তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার লাখাউড়া পশ্চিম বাইশটিলা মো আব্দুল মান্নানের ছেলে মো. আলী হোসেন (৩১) ও বিশ্বনাথ থানার জগদিশপুর গ্রামের লালুশাহ মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম (২১)।

এই তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির।

আপনার মন্তব্য

আলোচিত