Sylhet Today 24 PRINT

ঝুমন দাসের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

হিউম্যান ফার্স্ট মুভমেন্টের আয়োজনে শাল্লায় বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ঝুমন দাশের মুক্তির দাবিতে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করা হয়েছে।

কে বি প্রদীপ দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট প্রফেসর এনামুল কবির, সাংবাদিক ও লেখক শামস শামীম, সাংবাদিক এ কে কুদরত পাশা,  আসাদ মনি, শিক্ষক ও শিক্ষানবিশ আইনজীবী মো. আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উদীচী সভাপতি শ্যামল দেব, সাংবাদিক ও উদ্যোক্তা ওবায়দুল হক মিলন, মোঃ মইন উদ্দিন,  পংকজ দাশ, স্বপন সূত্রধর, সুরঞ্জিত মজুমদার, জুয়েল দেবনাথ, সুদীপ কুমার দাস, শিক্ষিকা  সোনালী সরকার শিল্পী,জয়ন্ত দেবনাথ, শুক্লা দেবী, শিক্ষক মিন্টু সূত্রধর, ইয়ুথ লিডার দূর্জয় সূত্রধর, ইয়ুথ লিডার  নকুল সূত্রধর, সুনামগঞ্জস্থ শাল্লা সমিতির সভাপতি তাপস তালুকদার,  রাজেন চক্রবর্তী, লক্ষী দাশ, ধনঞ্জয় দেবনাথ, দেবাশীষ দাশ, বিজন দেবনাথ এবং হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সদস্যরা।

বক্তারা শাল্লার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।  

বক্তারা বলেন, স্বাধীন মেম্বারসহ ৫২ জনের জামিন হয়। কিন্তু ঝুমন দাসের জামিন কেন বার বার বিলম্বিত হয়।  বক্তারা ঝুমনের দ্রুত জামিনের জন্য আদালত ও সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.