Sylhet Today 24 PRINT

বড়লেখায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইমামদের প্রশিক্ষণ

বড়লেখা প্রতিনিধি: |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

বড়লেখায় এনজিও সংস্থা সিএনআরএসের সুচনা প্রকল্প পুষ্টি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে সুজানগর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের প্রশিক্ষণ প্রদান করেছে।

শনিবার সকালে উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত পুষ্টিবিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস।

সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও সুচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ, সাংবাদিক আব্দুর রব, সুচনা প্রকল্পের বড়লেখা ও জুড়ী উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ, ইউপি মেম্বার ফরমান আহমদ, সহিদ আহমদ, সুচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর তালেব উদ্দিন, অসীম চন্দ্র দাস প্রমূখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মাওলানা আব্দুল জব্বার, মাওলানা সবুজ আহমদ, মাওলানা আব্দুল বাছিত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.