Sylhet Today 24 PRINT

সিলেটে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০২১

সিলেটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এনএটিপি-২ প্রকল্পের পরিচালক মো মতিউর রহমান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা অনুসরণ করে দেশের ৫৭টি জেলার ২৭০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গাচাষীদের সম্পৃক্ত করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং বাজার সংযোগ স্থাপন করে কৃষি পণ্যের মূল্য প্রাপ্তিতে কৃষককে সহায়তা করা হচ্ছে। সেই সাথে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণেও সম্পৃক্ত করে নিশ্চিত করা হচ্ছে কৃষকের অধিকার।

২০২৩ সাল পর্যন্ত চলমান এ প্রকল্পের সুফল পেতে শুরু করেছে দেশের কৃষি ও কৃষক সমাজ। কৃষিজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীবনমান উন্নয়নেও সক্ষমতা অর্জন করছেন প্রান্তিক কৃষক। এ প্রকল্পে মহিলা কৃষকদের গুরুত্ব প্রদান করায় নিশ্চিত হচ্ছে সমঅধিকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.