Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রাক্কলন তৈরির দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০২১

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ঘরে বসে নয় ক্ষতিগ্রস্ত বাঁধের প্রাক্কলন সরেজমিনে তৈরি করুন। ফসল সুরক্ষায় বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা লুটপাটের পায়তারা করতে দেয়া যাবে না। যারা বিগত অর্থ বছরে ভালো কাজ করেছেন কাজের অনুপাতে  অবিলম্বে তাদের বিল পরিশোধ করতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের কর্মকর্তাদের কাছে আমরা দাবি জানাই।

সোমবার (২০  সেপ্টেম্বর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট সংগঠনটি ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান কেন্দ্রীয় নেতারা।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণে কৃষকের সমন্বয় গঠিত পিআইসি পদ্ধতি বিলুপ্ত করে পুনরায় ঠিকাদারি প্রথা নিয়ে আসতে ষড়যন্ত্র চলছে। বাঁধ নির্মাণে কাজে কৃষকদের নিরুৎসাহী করতে অপতৎপরতা চলছে। বছর পার হয়ে গেলে অনেক প্রকল্পের বিল পরিশোধ করা হচ্ছে না। এসব বন্ধ করতে হবে যারা ভালো কাজ করেছে তাদের কাজ অনুপাতে বিল পরিশোধ করুন,  এছাড়া, গত বছরের নির্মিত অনেক বাঁধ অক্ষত রয়েছে।  কিছু কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্কার প্রয়োজন। তাই সরেজমিনে বাঁধ পরিদর্শন করে ডিসেম্বরের আগে পিআইসি গঠনের দাবি জানাই।
 
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,  সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ নূর আহমেদ, কৃষক বাবলু মিয়া প্রমুখ।
মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাওর পাড়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.