Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

দিরাই প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০২১

আসন্ন বোরো মৌসুমে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের প্রাক্কলন এবং বিগত বছরের বাঁধের কাজ অনুযায়ী পিআইসির বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটি।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টস্থ দিরাই প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট তোরণ মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের পরিচালনা বক্তব্য দেন উপজেলা সুজনের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরী, এমকে ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মোস্তাক হোসেন, হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদ সরদার, যুব নেতা নাছির উদ্দীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.